ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


অলরাউন্ডারদের শীর্ষে ফিরলেন সাকিব


১৫ সেপ্টেম্বর ২০২২ ০৪:০৯

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের মোহাম্মদ নবির কাছে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব হারিয়েছেন সাকিব আল হাসান। এরপর থেকে লম্বা সময় ধরে নবির পেছনে পেছনে ছুটছিলেন।

অবশেষে এশিয়া কাপ শেষে র‍্যাঙ্কিংয়ে সর্বশেষ হালনাগাদে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষে ফিরলেন সাকিব। এশিয়া কাপ টুর্নামেন্টে নিজের পারফরম্যান্সের জন্য নয় বরং আফগানিস্তানের অধিনায়ক নবির ব্যর্থতায় র‍্যাঙ্কিংয়ের ১ নাম্বারে ফিরেছেন সাকিব।

এশিয়া কাপে দুই ইনিংসে ৩৫ রানের পাশাপাশি মাত্র ১ উইকেট শিকার করতে পেরেছেন সাকিব। এর ফলে ১৬ রেটিং পয়েন্ট অর্জন করেন সাকিব। এশিয়া কাপের শুরুতে ২৩২ রেটিং পয়েন্ট নিয়ে শুরু করা সাকিবের টুর্নামেন্ট শেষে রেটিং পয়েন্ট দাঁড়ায় ২৪৮-এ।

এদিকে এশিয়া কাপের শুরুতে ২৬১ রেটিং পয়েন্ট নিয়ে শুরু করেন আফগানিস্তানের নবি। অথচ, পুরো টুর্নামেন্ট জুড়ে খারাপ পারফরম্যান্সে ১৫ রেটিং পয়েন্ট হারান নবি। টুর্নামেন্টের পাঁচ ম্যাচে ১৬ রানের পাশাপাশি মাত্র ৩ উইকেট নেওয়ায় এত বেশি রেটিং পয়েন্ট হারান এই আফগান ক্রিকেটার। যার ফলে এশিয়া কাপ শেষে ২৪৬ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে যান নবি।