ঢাকা বুধবার, ৩রা সেপ্টেম্বর ২০২৫, ২০শে ভাদ্র ১৪৩২


ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মুশি-ফিজ


১ অক্টোবর ২০১৮ ০৪:৪১

আইসিসির সেরা খেলোয়াড়ের তালিকায় ক্যারিরার সেরা পজিসনে ওঠে এসেছেন দুই টাইগার। উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

রোববার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়।

এতে দেখা যায়, তালিকায় দ্বাদশ স্থানে আছেন মোস্তাফিজ। এত ওপরে কখনও উঠেননি তিনি। এর আগে সর্বোচ্চ অবস্থান ছিল ১৬। এশিয়া কাপে দারুণ ছন্দে ছিলেন ফিজ। পুরো আসরে আফগানিস্তানের রশিদ খান ও ভারতের কুলদীপ যাদবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১০টি উইকেট নিয়েছেন তিনি। নতুন তালিকায় তার রেটিং পয়েন্ট ৬৫১।

এদিকে, মুশফিকুর রহিম ছয় ধাপ এগিয়েছেন। ক্যারিয়ার সেরা ১৬ নম্বর পজিশনে আছেন। টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ ৩০২ রান এসেছে তার ব্যাটে আর এর পুরস্কারই পেয়েছেন। আইসিসির র‌্যাংকিংয়ে তার বর্তমান রেটিং ৭০২ পয়েন্ট।

অপরদিকে ওয়ানডেতে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষ স্থানের জায়গা হারিয়েছেন সাকিব আল হাসান। এশিয়া কাপের এবারের আসরে চোটের জন্য বেশ একটা ছন্দে ছিলেন না সাকিব। সেই সুযোগটাই কাজে লাগিয়ে সেরার জায়গায় নিজের নাম বসালেন আফগান স্পিনার রশিদ খান। ৩৫৩ পয়েন্ট নিয়ে ছয় ধাপ এগিয়ে সবার উপরে আফগান লেগস্পিনার রশিদ। আর ৩৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছেন বাংলাদেশি তারকা সাকিব।

এসএ