ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র ১৪৩২


১৯৯৯ সাফের জার্সি নিলামে তুলবেন আলফাজ


২৬ এপ্রিল ২০২০ ২৩:১৩

ফাইল ছবি

বিশ্বব্যাপি মহামারি করোনার দুর্দিনে দেশের হয়ে ভিন্ন ধরনের এক লড়াইয়ে নেমেছেন খেলোয়াড়রা। পরম ভালোবাসা আর মায়ায় এতদিন আগলে রাখা নিজেদের গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত বিভিন্ন সরঞ্জাম নিলামে তুলছেন। সেগুলো বিক্রির টাকা করোনা ভাইরাসরে কারণে অর্থনৈতিক সংকটে পড়া মানুষদের জন্য ব্যবহার কারা হবে।

এবার সেই কাতারে যোগ দিচ্ছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং দেশের সর্বকালের সেরা ফুটবলারদের একজন আলফাজ আহমেদ।

১৯৯৯ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জেতা জার্সিটি তিনি নিলামে তুলবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজে এ তথ্য জানো হয়েছ।

সাফের ওই আসরে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে একটি গোল করেন আলফাজ। এছাড়া সেমিফাইনালে নেপালের বিপক্ষেও ২-১ গোলে জেতা ম্যাচেও একটি গোল করেন।

১৩ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারে ১০৯টি গোল করেছেন দেশের এ রত্ন।