ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫, ২৭শে ভাদ্র ১৪৩২


সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন


৪ মার্চ ২০২০ ০৪:৩৮

এক ম্যাচ হাতে রেখে জিম্বাবুয়েকে ৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নেওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আত্মবিশ্বাস ধরে রেখে জয়ের ধারা অব্যাহত রাখার জন্য টাইগারদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার তামিম ইকবালের রেকর্ডময় ইনিংস আর মুশফিকুর রহিমের ফিফটির ইনিংসে ভর করে ৮ উইকেটে হারিয়ে জিম্বাবুয়ের সামনে ৩২৩ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। জবাবে ৮ উইকেট হারিয়ে ৩১৮ রান তুলতে পারে জিম্বাবুয়ে।

মাশরাফিদের রীতিমত ভয় পাইয়ে দিয়েছিল জিম্বাবুয়ে। বাংলাদেশের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দলটি শুরুতে রান তুলতে হিমশিম খাচ্ছিল, সেই দলই শেষ বল পর্যন্ত লড়াই করে দারুণ রোমাঞ্চ উপহার দিল। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেনি সফরকারীরা। বরং ৪ রানের জয় নিয়ে সিরিজ ঘরে তুলেছে টাইগাররা।


নতনসময়/আনু