ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


উইন্ডিজকে ৫ বছর পর হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা


২ মার্চ ২০২০ ২১:২৪

নখ কামড়ানো ম্যাচে শেষ হাসিটা হেসেছে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজকে তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৬ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে তারা।

সেই সঙ্গে ৫০ ওভারের ক্রিকেটে দ্বিতীয়বারের মতো ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবাল লঙ্কান বাহিনী। শেষবার ২০১৫ সালে শ্রীলঙ্কার হাতে হোয়াইটওয়াশ হয়েছিল উইন্ডিজ। ঘরের মাটিতে ২০১৫ সালের পর এ নিয়ে কোনো দলকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো সিংহলিজরা। উইন্ডিজ ছাড়া ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল তারা।

রোববার (০১ মার্চ) ক্যান্ডির পাল্লেকেল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করে স্বাগতিক শ্রীলঙ্কা।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেছেন কুশল মেন্ডিস। ৫১ রান এসেছে ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে। এছাড়া সমান ৪৪ রান করেছেন অধিনায়ক দিমুথ করনারত্মে ও কুশল পেরেরা।

ক্যারিবিয়ান বোলারদের মধ্যে ৪ উইকেট নিয়েছেন আলজেরি জোসেফ। ২ উইকেট শিকার করেছেন জেসন হোল্ডার।

হোয়াইটওয়াশ এড়াতে ৩০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইন্ডিজ প্রায় জয়ের বন্দরে পৌঁছে গিয়েছিল। তবে কাইরান পোলার্ড-নিকোলাস পুরান-ফাবিয়ান অ্যালানদের থামিয়ে লঙ্কানদের জয় এনে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ক্যারিবিয়ানরা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ৩০১ রান।

উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৭২ রান নিয়েছেন ওপেনার শাই হোপ। আরেক ওপেনার সুনীল আমব্রিস করেন ৬০ রান। এছড়া ৫০ করে আউট হন অধিনায়ক পুরান। এক রানের জন্য ফিফটি বঞ্চিত হোন পোলার্ড। শেষদিকে ১৫ বলে ৩ ছক্কা ও ২ চারে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ফাবিয়ান।

১০ ওভারে ৫৯ রানে ৪ উইকেট নিয়ে লঙ্কানদের জয়ের নায়ক ম্যাথিউস। ম্যাচ সেরাও হয়েছেন এ অলরাউন্ডার। এছাড়া প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

নতুনসময়/আনু