ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


মনোনয়ন না দেয়ায় তোলপাড়


২৯ নভেম্বর ২০১৮ ০৩:১০

বুধবার (২৮ নভেম্বর) সকালে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে শফী আহমেদকে মনোনয়ন না দিলে জ্বালাওপোড়াও করে নেত্রকোনা অচল করে দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন তার সমর্থকরা। ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে গেলে আসনটিতে সড়ক ও নৌ যোগাযোগ বন্ধ করে দেয়া হবে বলেও জানান তারা।

সকাল সাড়ে ১১টায় নেত্রকোনা পৌরভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ হুশিয়ারি দেন। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা এ আসনে মনোনয়নপত্রের চিঠি দিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন এর স্ত্রী এবং পরপর ২ বারের সংসদ সদস্য, রেবেকা মোমেনকে। যিনি সদ্য বিদায়ী সংসদ সদস্য।

এমএ