ঢাকা মঙ্গলবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৫, ১৬ই আশ্বিন ১৪৩২


আগামী নির্বাচনে দেশের মানুষ দুই ভাগে বিভক্ত হবে: ফয়জুল করীম


৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪২

সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একটি হলো ইসলাম তথা দেশের পক্ষে, আর অন্যটি হলো ইসলামের বিপক্ষে তথা ভারতের পক্ষে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েব আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

 

সোমবার (২৯ সেপ্টেম্বর) পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির পক্ষে যুক্তি তুলে ধরে ফয়জুল করীম বলেন, এটি চালু হলে দেশে একটি সুষম ও ভারসাম্যপূর্ণ সংসদ গঠিত হবে। বিশ্বের ৯১টি দেশে এ পদ্ধতি চালু আছে এবং কোন দেশই এটি বাতিল করেনি। বরং নতুন নতুন দেশও এ পদ্ধতির দিকে ঝুঁকছে।

 

তিনি আরও বলেন, বাংলাদেশে আর কোন ধর্ষক, চাঁদাবাজদের ক্ষমতায় নেবে না এ দেশের মানুষ। যারা দুর্নীতি করেছে, মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।