বিএনপি ক্ষমতায় এলে বালু লুটের হোতারা রেহাই পাবে না: কে.এম মামুন

কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কে.এম মামুনুর রশিদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের মদদে গত ১৭ বছর ধরে নবীনগরের চরলাপাং এলাকায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু লুট চলছে। ৫ আগস্টের পরও একই কায়দায় বালু দস্যুরা তাণ্ডব চালাচ্ছে। এর কারণে চরলাপাংসহ আশপাশের গ্রাম নদীতে বিলীন হয়ে যাচ্ছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বিএনপি ক্ষমতায় এলে এই বালু দস্যুদের একে একে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। জনগণের সম্পদ আর লুট হতে দেওয়া হবে না।”
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কে.এম মামুন আরও বলেন, “দেশবাসী আর যেন দিনের ভোট রাতে দিতে না হয়। আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন ঘোষণা দিয়েছে, সেটিকে ঘিরে জামায়াত ও এনসিপিকে পুঁজি করে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।”
সম্মেলনে পশ্চিম ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সৈয়দ হোসেন মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব মামুন সরকারের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-নাঈম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য মোঃ কামাল হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, পৌর কৃষকদলের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক লিটন মেম্বারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।