মনোনয়নপত্র বিক্রি করে কত পেল আ. লীগ?

দুই দিনে আওয়ামী লীগের তিন হাজার ২০০টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সে হিসেবে দলটির আয় হয়েছে ৯ কোটি ৬০ লাখ টাকা। শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়।
মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিন শনিবার সকাল থেকে সন্ধ্যা ধানমণ্ডির আওযামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের উপচেপড়া ভিড় দেখা দেখা গেছে।
উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন দলীয় মনোনয়নপ্রত্যাশীরা। শনিবার ১১৩২টি মনোনয়ন ফরম বিক্রি হয় বলে জানা গেছে।
আগের দিন শুক্রবার বিক্রি হয় ১৩২৯টি। দুই দিনে মোট ২৪৬১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন, দুই দিনে মোট তিন হাজার ২০০টি ফরম বিক্রি হয়েছে। সে হিসেবে সে হিসেবে মনোনয়নপত্র থেকে দলটির আয় হয়েছে ৯ কোটি ৬০ লাখ টাকা।
দলটির পক্ষ থেকে জানা যায়, এবার পাঁচ হাজার মনোনয়ন ফরম বিক্রি করে ১৫ কোটি টাকা আয়ের টার্গেট করা হয়েছে।
আওয়ামী লীগের দফতর সূত্রে জানা যায়, মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন শনিবার ঢাকা বিভাগে ৩৩৮, চট্টগ্রামে ২২৫, সিলেটে ৫২, রাজশাহীতে ১০৫, ময়মনসিংহে ১১১, খুলনায় ১১৯, বরিশালে ৫১, রংপুরে ১৩১টি ফরম বিক্রি হয়।
প্রথম দিন শুক্রবার ১৩২৮টি মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ। এরমধ্যে রংপুর বিভাগ থেকে ১২৯ জন, খুলনা বিভাগ থেকে ১৯৫ জন, ঢাকা বিভাগ থেকে ২০৬ জন, সিলেট বিভাগ থেকে ৭৮ জন, চট্টগ্রাম বিভাগ থেকে ২২১ জন, রাজশাহী বিভাগ থেকে ১৮৪ জন, বরিশাল বিভাগ থেকে ১৫৪ জন ও ময়মনসিংহ বিভাগ থেকে ১৬১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, প্রথম দিনে ১ হাজার ৭০০ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
প্রতিটি মনোনয়নপত্র বাবদ ৩০ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে মনোনয়নপ্রত্যাশীদের। সে হিসেবে ১ হাজার ৭শ’টি মনোনয়নপত্র বিক্রি থেকে প্রথম দিনেই আওয়ামী লীগের আয় হয়েছে ৫ কোটি ১০ লাখ টাকা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার সকাল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কার্যক্রম উদ্বোধন করেন।
আরকেএইচ