যে কারণে খুলনায় বিএনপির ৪ নেতা বহিষ্কার
-2024-09-29-08-38-19.png)
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনায় বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শেখ আইনুল আবেদীন মারুফ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. সুমন হাওলাদার, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বিপুল ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী শেখ সোহেল বাসার।
বিজ্ঞপ্তিতে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং মহানগর বিএনপির মনিটরিং সেলের সুপারিশক্রমে নগরীর বিভিন্ন ওয়ার্ডের চার নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।