ঐক্যফ্রন্টের দুই দাবি, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
-2018-11-01-21-42-23.jpg)
বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে সংলাপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংলাপের এক পর্যায়ে নিরাপদ সড়ক অন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে কথা হয় প্রধানমন্ত্রীর সঙ্গে।
এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা বোধহয় আপডেটেড না। এসব আন্দোলনের সময় গ্রেপ্তার সবাই ছাড়া পেয়েছে। মুক্তি পেয়েছে সবাই। শহিদুল আলমের প্রসঙ্গ উঠলে প্রধানমন্ত্রী বলেন, তার (শহিদুল) কথাগুলো আপনারা কেউ পড়েছেন কিনা? একটু পড়ে দেখবেন তার কথাগুলো। পড়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী হয়েছে।
ড. কামাল হোসেনকে প্রধানমন্ত্রী বলেন, আপনি সংবিধানের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কী কী করা যায়, তার সমাধান আমি না, আপনিই দিন।
সকল দলকে সমান সুযোগ দেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কোনো দলের কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। আমি নিজেই বলেছি আপনাদের যেন জনসভা করতে দেওয়া হয়। আমার দলের সাধারণ সম্পাদককে বলেছি যে কোনো কর্মসূচিতে যেন বাধা না দেওয়া হয়। প্রয়োজনও লোকও দেব এমন কথাও আমি বলেছি। তাহলে সভা সমাবেশে কোথায় বাধা দেওয়া হয়েছে আপনারা স্পেসিফিক (নির্দিষ্ট) করে বলুন। সবগুলো টেলিভিশনেরই টকশো হচ্ছে। সেখানে বিরোধী দলের নেতারা কথা বলছেন। সরকারের অনেক সমালোচনা করা হচ্ছে। এসব সমালোচনা আমরা শুনছি। এই দুই দাবি তো ইতিমধ্যেই অর্জন করা হয়ে গেছে।
এমএ