ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


সিসিইউতে বিএনপি নেতা ড. মোশাররফ


১৭ জুন ২০২৩ ১৭:২৭

ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বিএনপির এই শীর্ষ নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের শায়রুল কবির।

তিনি জানান, বুকে ব্যথা অনুভব করায় রাত ১টার দিকে ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর রাত ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সিসিইউতে আছেন।

তিনি বলেন, ড. খন্দকার মোশাররফের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তার ছেলে ডক্টর মারুফ খন্দকার হাসপাতালে আছেন।

পরিবার ও দলের পক্ষ থেকে তার জন্য দোয়া চেয়েছেন।