‘মুক্তিযুদ্ধের চেতনা ধারণ না করায় গণহত্যা দিবসে বিএনপি কর্মসূচি পালন করে না’

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ না করায় গণহত্যা দিবস উপলক্ষে বিএনপি কোনো কর্মসূচি পালন করে না। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (২৫ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে গণহত্যা দিবস স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে সব অপশক্তির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেতনায় পাকিস্তান। তাই তাদের প্রতিরোধেরও আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।
এ প্রসঙ্গে কাদের বলেন, গণহত্যার জন্য আজ পর্যন্ত পাকিস্তান ক্ষমা চায়নি। অথচ তাদের তিন থেকে চার লাখ লোক বাংলাদেশে বোঝা হিসেবে রয়ে গেছে।
আইকে