ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


দেশের উন্নয়ন সারাবিশ্ব দেখলেও বিএনপির চোখে পড়ে না: তথ্যমন্ত্রী


৯ জানুয়ারী ২০২৩ ০৬:৩১

বাংলাদেশের উন্নয়ন সারাবিশ্ব দেখলেও বিএনপির চোখে পড়ে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। কিন্তু বিএনপি এই উন্নয়ন দেখতে পায় না, কারণ দেশের উন্নয়ন তাদের সহ্য হয় না। পদ্মা সেতু পার হয়ে তারা বলে কিছুই হয়নি।

রোববার (৮ জানুয়ারি) চট্টগ্রামে ভারতীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন ভারতের কলকাতা বো আসামের ৩০ সাংবাদিকের প্রতিনিধি দল। তাদের নিয়েই চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।

এ সময় বাংলাদেশ সফরে এসে পদ্মাসেতু, কর্ণফুলী নদীর তলদেশে টানেলসহ বিভিন্ন মেগা প্রকল্প দেখে অভিভূত প্রতিনিধি দলটি। চট্টগ্রাম বন্দরের গুরুত্বও তুলে ধরেন তারা।

আইকে