ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


জিয়া পরিবার কেমন জানালেন প্রধানমন্ত্রী


১৫ অক্টোবর ২০১৮ ০৪:৪৭

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু যুদ্ধবিধস্ত দেশকে পুনর্গঠনের কাজ করেছে। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাকে হত্যা করা হয়। সেই সঙ্গে আমি হারালাম আমার পরিবারের সদস্যদের। একই সঙ্গে তিন বাড়িতে হামলা করা হয়। আমার পরিবারের ১৮ জন সদস্যকে হারালাম। সেই হত্যার বিচার না করে তাদের পুরুরস্কৃত করেছিল জিয়া।’

রোববার (১৪ অক্টোবর) পদ্মা সেতুর নামফলক এবং পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন শেষে মাদারীপুরের কাঁঠালবাড়ী ফেরিঘাটে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তারেক জিয়া কালো টাকা সাদা করেছেন, খালেদা জিয়া কালো টাকা সাদা করেছেন। ড. কামাল হোসেনও কালো টাকা সাদা করেছেন।’

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমুর্তী ক্ষুন্ন করেছেন। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিদেশে দূতাবাসে চাকরি দিয়েছেন। কারণ জিয়া ১৫ আগষ্ট হত্যার সঙ্গে জড়িত ছিল। দুখের বিষয় এই পরিবার খুনি পরিনার। এতে কোনো সন্দেহ নাই। খালেদা জিয়া তারেক জিয়া আওয়ামী লীগকে নেতৃত্বকে শেষ করতে চেয়েছিল ২০০৪ সালে গ্রেনেড হামলার মাধ্যমে।

এমএ