ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


নাইটেঙ্গেল মোড়ে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ


৯ ডিসেম্বর ২০২২ ০০:৩৪

রাজধানীর নয়াপল্টন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

তবে বৃহস্পতিবার (০৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে নাইটেঙ্গেল মোড়ে বিএনপির নেতাকর্মী জড়ো হয়ে বিক্ষোভ করতে দেখা যায়। এখনো তারা বিক্ষোভ করছে।

এর আগে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাকরাইল নাইটেঙ্গেল মোড়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু পুলিশের বাঁধায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যেতে পারেননি তিনি।

এদিকে আজ সকালে সরেজমিনে দেখা যায়, রাজধানীর নয়াপল্টন এলাকার আশপাশ এলাকার অলিগলির গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আশপাশের মার্কেটগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে নাইটেঙ্গেল ফকিরাপুল মোড়ে ব্যারিকেড বসিয়ে যানবাহন এবং সাধারণ মানুষের চলাচল বন্ধ করেছে পুলিশ। কাউকে এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জরুরি কাজে স্থানীয়রাও বাসা থেকে বের হতে পারছেন না। এমনকি নয়াপল্টন এলাকার দোকানপাট, বিপনিবিতান, অফিস ও ব্যাংক সকাল থেকে বন্ধ রয়েছে।

আইকে