ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


মির্জা ফখরুল ষড়যন্ত্রে ব্যস্ত: কাদের


৩০ নভেম্বর ২০২২ ০২:২৫

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ষড়যন্ত্রে ব্যস্ত, কিন্তু সরকার উন্নয়ন কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৯ নভেম্বর) নোয়াখালী পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক কারণে জিনিসপত্রের দাম বেড়েছে, এত কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ষড়যন্ত্রে ব্যস্ত। সরকার উন্নয়ন কাজ চালিয়ে যাবে। এসময় তৃণমূলের নেতাকর্মীদের ঐকৗবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

নতুনসময়/আইকে