১০ ডিসেম্বর আ.লীগ নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবে : তথ্যমন্ত্রী

১০ ডিসেম্বর আওয়ামী লীগের নেতাকর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
বিএনপির সমাবেশ এবং জঙ্গিগোষ্ঠীর মাথাচাড়া দিয়ে ওঠা একই সূত্রে গাঁথা বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।
বুধবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
প্রসঙ্গত, আগামী ১০ ডিসেম্বর ঢাকাযর নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। এ সমাবেশের আগে ও পরে কাছাকাছি সময়ে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সমাবেশের মতো কর্মসূচি হাতে নিচ্ছে।
নতুনসময়/আইকে