ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


সরকার হটাতে জনগণকে উষ্কে দিচ্ছে বিএনপি: সেতুমন্ত্রী


২৩ নভেম্বর ২০২২ ০২:১৭

সরকার হটাতে মিথ্যাচারের মাধ্যমে জনগণকে উষ্কে দিচ্ছে বিএনপি। এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি একথা বলেন।

এ সময় তিনি বরাবরের মতো আবার বলেন, বিএনপির আন্দোলন ও নির্বাচনের বিরুদ্ধে খেলা হবে। সরকারের উন্নয়ন দেখে বিএনপি নেতাদের অন্তরে জ্বালা ধরেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

২৪ নভেম্বর যশোরের সমাবেশে প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেবেন বলেও জানান কাদের।

নতুনসময়/আইকে