ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়


৩১ আগস্ট ২০১৮ ০২:০৬

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পরিবেশ-বনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, মানুষ জাতীয় পার্টিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তাদের আশা পূরণে পার্টির সকল নেতাকর্মীকে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জাতীয় পার্টি অতীতে সব নির্বাচনে অংশগ্রহণ করেছে। আগামী একাদশ সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করবে। বিএনপি ও আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড দেখে দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।

জাতীয় পার্টি ছাড়া আওয়ামী লীগ-বিএনপি কেউ ক্ষমতায় যেতে পারবে না বলেও মন্তব্য করেন জাপার এই সিনিয়র নেতা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, জেলা জাতীয় পার্টির সভাপতি আতিকুর রহমান আতিক।

এসএ