ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


ঢাকায় বিএনপির নেতৃত্বে সালাম-মজনু, আমান-আমিনুল


৩ আগস্ট ২০২১ ০০:০৬

ফাইল ছবি

ঢাকা মহানগর বিএনপির দুইভাবে নতুন কমিটি ঘোষণা দেয়া হয়েছে। ঢাকা দক্ষিণের আহ্বায়ক করা হয়েছে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে। সদস্য সচিব করা হয়েছে রফিকুল আলম মজনুকে।

অন্যদিকে উত্তরের আহ্বায়ক করা হয়েছে চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আমান উল্লাহ আমানকে। সদস্য সচিব করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও সাবেক ফুটবল দলের অধিনায়ক আমিনুল হককে।

সোমবার বিকালে দলটির পক্ষ থেকে কমিটি ঘোষণা করা হয়। ঢাকা দক্ষিণে ৪৯ সদস্যের আহ্বায়ক কমিটি আর উত্তরে ৪৭ সদস্যের কমিটি করা হয়েছে।