ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


কারাগারে চিকিৎসকে প্রশ্ন ছুঁড়ে দিলেন খালেদা


৫ অক্টোবর ২০১৮ ০৩:০৮

জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় দীর্ঘ ৯ মাস ধরে কারাগারে আছেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাগার কক্ষে টেলিভিশন আছে কিন্তু সেখানে বিটিভি ছাড়া অন্যকোন চ্যানেল দেখার সুযোগ নেই।

জাতিসংঘের ৭৩ তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী অংশগ্রহণ নিয়ে গণভবনে বুধবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আর এই সংবাদ সম্মেলন সরাসরি প্রচার করে বিটিভি। কারাগারের এক সূত্র জানিয়েছে, বেগম জিয়া সেই সম্মেলনটি দেখেছেন।

আজ বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কারাগারের সিভিল সার্জন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য তার কক্ষে প্রবেশ করেন। সেখানে চিকিৎসার ফাঁকে খালেদা জিয়ার সঙ্গে কিছু কথাবার্তা হয় সিভিল সার্জনের। খালেদা জিয়া এমনিতে ব্যক্তি হিসেবে খুবই স্বল্পভাষী। খালেদার মুখ থেকে কথা বের করানো বেশ কঠিন কাজ। কিন্তু আজ সকালে চিকিৎসকের সঙ্গে সামান্য কিছু কথাবার্তা বলতে দেখা যায় তাকে।

এক প্রসঙ্গে চিকিৎসক খালেদাকে জিজ্ঞেস করেন, আপনি কি গতকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দেখেছেন? উত্তরে খালেদা জিয়া বলেন, তিনি প্রধানমন্ত্রীর বক্তব্য পুরোটাই শুনেছেন। কিন্তু একবারও শেখ হাসিনা খালেদা নামটি উচ্চারণ করেননি বলে আক্ষেপ করেন তিনি।

সিভিল সার্জন বলেন, শেখ হাসিনা বলেছেন নিরপেক্ষ নির্বাচন হবে। এ সময় খালেদা জিয়া জোর দিয়ে বলেন, ক্ষমতায় থেকে কেউ কি নিরপেক্ষ নির্বাচন দেয়? তখন সিভিল সার্জন জানতে চান, ‘ম্যাডাম, আপনি তো ক্ষমতায় ছিলেন। তখন কি নিরপেক্ষ নির্বাচন হয়েছিল?’ খালেদা জিয়া তখণ চটপট উত্তর দেন। তিনি বলেন, ‘আমি ক্ষমতায় ছিলাম তবে আমার সময় তো তত্ত্বাবধায়ক সরকার ছিল।’

নিজে ক্ষমতায় থাকা অবস্থায় নিরপেক্ষ নির্বাচন হওয়ার দাবি করলেও শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নেই বলে দৃঢ়ভাবে বলেন সাবেক তিনবারের এই প্রধানমন্ত্রী।

এমএ