রাবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'দেশরত্ন শেখ হাসিনা হল' ও 'শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হল' এর ভিত্তিপ্রস্তর স্থাপন করায় আনন্দ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ।
বুধবার (৩ অক্টোম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে মিছিলটি দলীয় টেন্ট থেকে শুরু হয়। এরপর বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়।
সমাবেশে বক্তারা হল দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কে ধন্যবাদ জানান। একই সাথে শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণ করার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যে ২২ দফা দাবি জানিয়েছিল এর বাকি দাবি গুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
এসময় সকল ইউনিটের নেতাকর্মী, সকল অনুষদ ও বিভাগ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
এসএমএন