ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


ড. কামাল প্রসঙ্গে হতাশ খালেদা


৩ অক্টোবর ২০১৮ ২৩:১০

ছবি ফাইল ফটো

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের বিষয়ে ড. কামাল হোসেনের পিছুটানে খালেদা হতাশা প্রকাশ করেছেন কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকেলে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তাঁর স্বজনরা সাক্ষাৎ করতে গেলে তিনি এ হতাশা প্রকাশ করেন।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন ভাই শামীম এস্কান্দার, বোন সেলিনা ইসলাম, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক এস্কান্দার, ভাগিনা ডা. মো. মামুন এবং তারেক জিয়ার স্ত্রী জোবায়দা রহমানের বড়বোন শাহীনা জামান। সাক্ষাৎ করতে গিয়ে সেখানে প্রায় দেড় ঘন্টা ব্যাপী খালেদা জিয়ার সঙ্গে তারা বৈঠক করেন।

ওই বৈঠকে আসন্ন নির্বাচন এবং সেই নির্বাচনে বিএনপির অবস্থান কী হবে তা নিয়ে কথা বলেছেন খালেদা জিয়া। কারাগার থেকে তিনি বার্তা দিয়েছেন, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মূল্যে বিএনপিকে নির্বাচনে যেতে হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

বৈঠকে নির্বাচন প্রসঙ্গে ড. কামাল হোসেনের পিছুটানে খালেদা জিয়া হতাশা প্রকাশ করে বলেছেন, ড. কামাল হোসেন যে এমন করবেন তা তিনি ভাবতেই পারেননি। এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন কোনো বড় আন্দোলনে না গিয়ে নির্বাচনকে সামনে রেখে দলকে প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বেগম খালেদা জিয়া। যত বাধাই আসুক, বিএনপি যেন নির্বাচনে যায় দলের নেতাকর্মীদের সে বার্তা দেওয়ার জন্য তিনি গতকালের বৈঠকে নির্দেশ দিয়েছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করার পরপরই খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার বিএনপির নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের কাছে খালেদা জিয়ার নির্বাচনী বার্তা পৌঁছে দিয়েছেন।

আরকেএইচ