খালেদার সঙ্গে হঠাৎ এরা কারা?

জিয়া অরফানেজ মামলায় ৯ মাস ধরে কারাগারে আছেন বেগম খালেদা জিয়া। বিএনপির এই চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের জন্য পরিবারের ৬ সদস্য হঠাৎ কারাগারে প্রবেশ করেছেন। মঙ্গলবার (২ অক্টোবর) বিকেল চারটার সময় নাজিম উদ্দীন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন তারা।
পরিবারের ৬ সদস্যরা হলেন- খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামিম ইস্কান্দর, ভাই মরহুম সাইদ ইস্কান্দরের স্ত্রী কানিজ ফাতেমা, ভাগ্নি শাহিনা খান জামান, খালেদা জিয়ার ভাতিজা অভিক ইস্কান্দর ও ভাগ্নে ডা. মামুন।
প্রসঙ্গত, দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের পর থেকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী।
এমএ