ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


এবার সিনহার বিরুদ্ধে লেগে গেলেন হুদা


২ অক্টোবর ২০১৮ ০৮:৫৭

একের পর এক বিপদে পড়ছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। কিছুদিন আগে তার প্রকাশিত বই নিয়ে পড়ে গেছে হৈ চৈ। তার যুক্তরাষ্ট্রের বাড়িটি নিয়েও শুরু হয়েছে দুদকের তদন্ত। এরইমধ্যে আবার তার বিরুদ্ধে টক্কর দেয়া শুরু করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা।

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এসকে সিনহার বিরুদ্ধে মামলা করেন নাজমুল হুদা। সোমবার (১ অক্টোবর) বিকেলে নাজমুল হুদা নিজে থানায় গিয়ে মামলাটি দায়ের করেন।

শাহবাগ থানার পরিদর্শক মো. আবু জাফর আলী বিশ্বাস মামলার এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে মামলাটি তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবুল হাসান জানিয়েছেন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে ব্যারিস্টার নাজমুল হুদা এস কে সিনহার বিরুদ্ধে মামলা করেছেন। মামলা নং ৪৯। ডিএমপির মিডিয়া সেন্টার থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

কয়েকদিন ধরেই আলোচনায় থাকা সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবৈধ সম্পদের মাধ্যমে বাড়ি কেনা ও অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তবে, এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি দুদক।

অভিযোগ আছে, যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে এস কে সিনহা তার ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের একটি বাড়ি কিনেছেন। প্রায় চার হাজার স্কয়ার ফুটের বাড়িটির বাসিন্দা এস কে সিনহা নিজেই।

এমএ