ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


ফখরুলসহ অর্ধশতাধিক নেতার বিরুদ্ধে মামলা


২ অক্টোবর ২০১৮ ০৬:০৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এবং গয়েশ্বর চন্দ্র রায় দলটির অর্ধশতাধিক নেতার বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১ অক্টোবর) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় মামলাটি করে পুলিশ।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্ট্যার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ সভাপতি হাবিবুন নবী খান সোহেল, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ আরো ৫০ শতাধিক নেতাকর্মী রয়েছেন।

এসএ