‘নীরব হাসি ছাড়া আর কিইবা বলতে পারি'

সমাবেশের উপস্থিতি প্রমাণ করে তাদের জনপ্রিয়তা কমেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নীরব হাসি ছাড়া আর কিছুই বলার নাই।
সোমবার (০১ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন ।
রিজভী বলেন, গতকাল বিএনপি’র জনসভা মহাসাগরে পরিণত হয়। চারিদিক আসা জনস্রোত সোহরাওয়ার্দীনে প্রাণবন্তর করে তোলে। রমনা পার্কসহ আশেপাশের রাস্তাঘাট, মোড় ও ফুটপাত মানুষে পরিপূর্ণ ছিল। শাহবাগ, কাকরাইল, মৎস্যভবন এলাকাসহ সংলগ্ন এলাকাগুলোতে ছিল উর্মীমালার মতো জনতার ঢেউ।
তিনি বলেন, গতকাল দুপুরে দাবদাহ পীড়িত, মানুষ নিজেদের কষ্টকে প্রশ্রয় না দিয়ে দেশনেত্রীর মুক্তির জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সোহরাওয়ার্দী উদ্যানকে জনজোয়ারে পরিণত করে।
তিনি আরও বলেন, পথে পথে সরকারী আক্রমণের বাধার মুখেও এত বিপুল মানুষের বিএনপির সমাবেশ দেখে তারা হতাশ হয়ে মনের প্রলাপ বকছেন।
জনসভায় বিপুল সমাগম দেখে সরকারের কাঁপুনি ধরে গেছে।
বিএনপির এই মূখ্য পাত্র আরও বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগরবাসী, বৃহত্তর ঢাকা জেলাবাসী এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত জনগণের প্রতি জানিয়েছেন প্রাণঢালা শুভেচ্ছা। তিনি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, বৃহত্তর ঢাকা জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ও দায়িত্বরত সাংবাদিকদের প্রতিও জানিয়েছেন কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
বিএনপির এই নেতা আরো বলেন, গতকাল জনসভায় কেন্দ্র করে গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নি:শর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।
এসএমএন