ঢাকা শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র ১৪৩২


রাজধানীতে সড়ক দূর্ঘটনায় নারী নিহত


১১ মার্চ ২০১৯ ২২:২৩

প্রতিকী ছবি

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সড়ক দুর্ঘনায় মর্জিনা বেগম(৫০) নামেএক নারী নিহত হয়েছেন।

সোমবার(১১মার্চ) সকাল ৮টায় মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হন।আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সারোয়ার্দী হাসপাতাল পরে১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই দিন ইসলাম জানান, সকালে বাসা থেকে বের হয় বাসা বাড়ীর কাজের উদ্দেশ্যে। পরে খবরপাই রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় সে আহত হয়েছে পরে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মোঃবাচ্চু মিয়া জানান মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহতের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার সাচরা গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী।

বর্তমানে মোহাম্মদপুর সাত মসজিদ এলাকার ১নং রোড এ পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। চার মেয়ে এক ছেলের জননী ছিলেন তিনি।