ঢাকা শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র ১৪৩২


শাহজালালে ১২ কেজি স্বর্নের বার জব্দ


১১ মার্চ ২০১৯ ২২:০৯

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে সোয়া ১২ কেজি স্বর্নের বার উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ১০৬ পিস বার জব্দ করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর গোয়েন্দা সংস্থার সদস্যরা টয়লেটের ডান দিকে অভিযান পরিচালনা করা হয়ে। অভিযানে সেখান থেকে ১০৬ পিস যা প্রায় ১২ কেজি স্বর্নের বার উদ্ধার করা হয়।

সূত্র জানায়, আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানে করে এগুলো নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

নতুনসময়/আইএ