ঢাকা শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র ১৪৩২


তিন উপজেলার ভোট স্থগিত : নির্বাচন কমিশন


৯ মার্চ ২০১৯ ২৩:৩৯

তিন উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ন্যায়সংগত ও নিরপেক্ষভাবে নির্বাচন করা সম্ভব নয় বলে এ সিদ্ধান্ত নেন। ইসির নির্বাচন পরিচালনা-২ উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক নথি থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে শুক্রবার (৮ মার্চ) বিকেলে নির্বাচন কমিশন এক জরুরি বৈঠকে বসে নেত্রকোনার পূর্বধলা, লালমনিরহাটের আদিতমারী এবং সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের ভোট স্থগিতের সিদ্ধান্ত নেয়।

পরে আতিয়ার রহমান স্বাক্ষরিত ওই নথিতে বলা হয়, ১০ মার্চ এই তিন উপজেলা পরিষদের নির্বাচন ন্যায়সংগত, নিরপেক্ষভাবে ও আইন অনুযায়ী পরিচালনা করা সম্ভব নয় বলে নির্বাচন কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে। ফলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উল্লিখিত উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত রাখার জন্য ইসি সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ ছাড়া নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট স্থগিত করেছে ইসি।

পঞ্চম উপজেলা পরিষদের ভোট আগামীকাল রোবার (১০ মার্চ) অনুষ্ঠিত হবে।

নতুনসময় / আইআর