ঢাকা শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র ১৪৩২


একটি গোষ্ঠী কোনভাবেই গণতন্ত্রের শাসন চায় না: প্রধানমন্ত্রী


২৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৪৯

ফাইল ছবি-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অসাংবিধানিক সরকার ক্ষমতায় আসলেই খুশি হয় একটি মহল। বাঙালিদের উপর আঘাত অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, একটি গোষ্ঠী কোনভাবেই গণতন্ত্রের শাসন চায় না।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মনোনয়ন বাণিজ্যের কারণে বিএনপি ভোট পায়নি।

প্রধানমন্ত্রী বলেন, 'বাঙালি যখনই একটু সুযোগ পায়, তখনই একটা আঘাত আসে। বাংলাদেশের মানুষ যখন একটু ভালো থাকে তখন কিছু মানুষ আছে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তারা জনগণের জন্য নয়, ক্ষমতার জন্যই সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলায় ব্যস্ত থাকে।'