ঢাকা শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র ১৪৩২


বিদ্যুতের জন্য এখন আর গ্রাহকদের ঘুরতে হয় না : প্রধানমন্ত্রী


৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

বিদ্যুতের জন্য এখন আর গ্রাহকদের ঘুরতে হয় না, বরং সংযোগ পৌঁছে যাচ্ছে গ্রাহকদের কাছে। বুধবার প্রধানমন্ত্রী গণভবন থেকে ১২টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। উদ্বোধনের পাশাপাশি ছয়টি বিদ্যুৎ কেন্দ্র ও ৯টি গ্রিড উপকেন্দ্র এবং সন্দ্বীপে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ প্রদানেরও উদ্বোধন করেন তিনি।

তিনি বলেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এক অন্যরকম ও উন্নত বাংলাদেশের চিত্র তুলে ধরতে সরকার কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কাজ এগিয়ে যাচ্ছে ।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ১২টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন। এছাড়া, ছয়টি বিদ্যুৎ কেন্দ্র ও ৯টি গ্রিড উপকেন্দ্র এবং সন্দ্বীপের বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।

নতুনসময়/আইএ