ঢাকা শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র ১৪৩২


পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন স্বরাষ্ট্রমন্ত্রী


৬ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১৬

ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজারবাগ পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে শুরু হবে মতবিনিময়। চলবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগের প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি পুলিশের কল্যাণ সভায় যোগ দিয়ে পুলিশের দাবিদাওয়া শোনেন এবং সেগুলো পূরণের আশ্বাস দেন তিনি।

জানা গেছে, মতবিনিময়ে পুলিশ সুপার (এসপি) থেকে ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) পর্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এসময় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা তাদের দায়িত্ব পালনের সময় তাদের নানা সমস্যার কথা তুলে ধরবেন।

/আনু