ঢাকা শনিবার, ২০শে ডিসেম্বর ২০২৫, ৭ই পৌষ ১৪৩২


আন্দোলন করে খালেদাকে মুক্ত করার সামর্থ্য নেই বিএনপির


৫ ফেব্রুয়ারি ২০১৯ ০১:০৪

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট এখনো নির্বাচনকে বিতর্কিত করার ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে। আন্দোলন করে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার সামর্থ্য বিএনপির নেই।

সোমবার ( ৪ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার দরজা কারো জন্য কখনো বন্ধ ছিল না। শেখ হাসিনার দরজা সবার জন্য খোলা থাকবে। কেউ কোনো বিষয়ে কথা বলতে চাইলে, তাঁর কাছে নিয়মমাফিক কেউ যদি এসে আলাপ, আলোচনা করতে চান তাহলে আমাদের নেত্রীর দুয়ার খোলা আছে। বিএনপি আসলে নেতিবাচক রাজনিতীতে গভীর খাদের কিনারে চলে এসেছে।’
/আনু