ঢাকা শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র ১৪৩২


আজ প্রথম সংসদ অধিবেশন শুরু


৩১ জানুয়ারী ২০১৯ ০৪:১৪

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বুধবার বিকেল ৩ টায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে শুরু হয়েছে।

অধিবেশনের শুরুতে দশম সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে একাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত করা হয়। একইসঙ্গে ডেপুটি স্পিকার হিসেবে অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া ফের নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশভাবে জয়ীয় টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।

এরআগে, গত ৯ জানুয়ারি এই অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
/আনু