ঢাকা শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র ১৪৩২


চট্টগ্রামে গণধর্ষণের মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত


৩০ জানুয়ারী ২০১৯ ০০:১৩

ফাইল ছবি

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে গণধর্ষণ মামলার আসামি শাহাব উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) ভোরে নগরের মেরিনার্স রোডে এ ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, নিহত শাহাবুদ্দিন গণধর্ষণ মামলার আসামি। গতকাল রাত সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতারে কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

পুলিশ জানিয়েছে, নিহতের নাম শাহাবুদ্দিন। তবে নিহত শাহাবুদ্দিন কোন গণধর্ষণ মামলার আসামি তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে বিস্তারিত দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানান ওসি মহসীন।

/আনু