টেকনাফে ‘বন্দুকযুদ্ধ’, নিহত দুই

কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। র্যাবের দাবি নিহতরা মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, ২টি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান এবং ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে মেরিনড্রাইভের টেকনাফের বাহারছড়ারমুখ অংশে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানাতে পারেনি র্যাব।
র্যাব-৭ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ মীরজা মাহতাব উদ্দিন জানান, সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযানে যায় র্যাব। এসময় র্যাবকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্রসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।