ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র ১৪৩২


প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফেরদৌস আহমেদ খান ও ব্যারিস্টার শাহ আলী


২৪ জানুয়ারী ২০১৯ ০৫:৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ফেরদৌস আহমেদ খান ও ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। ফেরদৌস আহমেদ খান সচিব এবং ব্যারিস্টার শাহ আলী ফরহাদ উপসচিব পদ মর্যাদা পাবেন।

আজ বুধবার (২৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপণ থেকে তা জানা গেছে। উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার প্রজ্ঞাপণে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়েছে, এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়।