ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র ১৪৩২


আফরোজা আব্বাসের শেয়ার একাউন্ট ও ব্যাংক হিসাব জব্দ


২৩ জানুয়ারী ২০১৯ ০৬:৩৪

আফরোজা আব্বাস

বিএনপির মহিলা দলের সভাপতি ও ঢাকা-৯ আসন থেকে বিএনপির হয়ে সংসদ সদস্য পদে নির্বাচন করা আফরোজা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার ৩৩৬ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন এবং সেই সম্পদ অবৈধভাবে হস্তান্তর, রুপান্তর এবং গোপন করার অভিযোগে গত ৭ জানুয়ারি শাজাহানপুর থানায় দায়ের করা মামলার কারণে তার ব্যাংক হিসাব ও শেয়ার হিসাব জব্দ করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক ও মামলার বাদী মোঃ সালাহউদ্দিন গতকাল মহানগর দায়রা জজ আদালতে এই জব্দের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকা ব্যাংক লিঃ ( বিও হিসাব ১২০১৬৩০০০০০০৯৫৭৩৭) এর নামে ৩৯,২২৫ টি শেয়ার, ঢাকা ব্যাংক লিমিটেডের ৬ লাখ ৯৯ হাজার ৮৫৮.১৬ টাকার স্থিতি হিসাব, ঢাকা টেলিফোন কোম্পানির নামে থাকা ১ লাখ শেয়ার জব্দ করা হয়েছে।

/এসইউএ