ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র ১৪৩২


নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আ.লীগকে সহযোগিতা করবে জার্মান


২৩ জানুয়ারী ২০১৯ ০৪:৫৭

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জার্মান রাষ্ট্রদূত পিটার ফারহান হোল্টজ

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জার্মান সব ধরনের সহযোগিতা করবে। মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জার্মান রাষ্ট্রদূত পিটার ফারহান হোল্টজ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান।

এসময় টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের শুভেচ্ছা বার্তা তুলে দেন রাষ্ট্রদূত পিটার ফারহান। বার্তায় জার্মান চ্যান্সেলর বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পথ ধরে সামনে আরো এগিয়ে যাবে বলে আশা করেন।

এছাড়া আওয়ামী লীগের ইশতেহার পড়েছেন জানিয়ে দেশটির রাষ্ট্রদূত বলেন, ‘এই ইশতেহার বাস্তবায়নে জার্মানি সব ধরনের সহযোগিতা করবে।’

বর্তমান সরকার দেশের তৃণমূলে উন্নয়ন করছে উল্লেখ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে জার্মানি বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এ আই