ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র ১৪৩২


পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সোমবার


২১ জানুয়ারী ২০১৯ ০০:১৬

আগামীকাল সোমবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। উত্তর ও দক্ষিণ আমেরিকায় গ্রহণটি পুরোপুরিভাবে দেখা যাবে।

আংশিকভাবে দেখতে পাবে পশ্চিম ইউরোপ ও উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু স্থানের বাসিন্দারা।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় অনুযায়ী কাল ৮টা ৩৬ মিনিট ৩০ সেকেন্ডে চন্দ্রগ্রহণ শুরু হবে। আর শেষ হবে বেলা ১টা ৪৮ মিনিটে।

বাংলাদেশের স্থানীয় সময় ১১টা ১২ মিনিট ১৬ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে। এবারের চন্দ্রগ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১ দশমিক ১৯৫৩ এ।

/এটিএম