ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র ১৪৩২


পরাজিতদের অক্সিজেন দেয়ার চেষ্টা করছে টিআইবি: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ


১৯ জানুয়ারী ২০১৯ ০৬:৪১

ফাইল ফটো

নির্বাচনে পরাজিতদের অক্সিজেন দেয়ার চেষ্টা করছে টিআইবি, বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ । আজ শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিতসভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, পর্যবেক্ষক না হয়েও পরবর্তীতে তারা যে প্রতিবেদন দিয়েছে তাতে বিএনপি-জামায়াতের বক্তব্যের ফুটে উঠেছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, তারা একের পর এক ঐক্যফ্রন্ট আলোচনায় টিকে থাকতে সংলাপের নাটক করেছে।যখন দেখেছে নিজেদের বিশাল পরাজয়ের পর মুখ রক্ষা এবং রাজনৈতিক আলোচনায় টিকে থাকতেই ঐক্যফ্রন্ট জাতীয় সংলাপের জন্য নাটক করছে।