ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র ১৪৩২


সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কিনলেন অপু বিশ্বাস


১৮ জানুয়ারী ২০১৯ ০০:২৫

চিত্রনায়িকা অপু বিশ্বাস জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। গত মঙ্গলবার তিনি মনোনয়নপত্র কেনেন।

একাদশ সংসদ নির্বাচনের আগে দলটির হয়ে প্রচারণায় নামেন অপু বিশ্বাস। এর আগে তিনি সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম ক্রয় করার কথাও চিন্তা করেন বলে জানা যায়। পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন।

অপু বিশ্বাস বলেন, আমার আত্মবিশ্বাস আছে। নিজেকে রাজনীতির সঙ্গে জড়ানো ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সঙ্গে থাকতে পারাকে আমি বিশাল সৌভাগ্য বলে মনে করি। মনোনয়ন ফরম কিনেছি, এখন বাকিটা ওপরওয়ালার ইচ্ছা।