ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র ১৪৩২


বেনাপোলে ভারতীয় ওয়ান শুটারগান উদ্ধার


১৭ জানুয়ারী ২০১৯ ১৩:৩৬

যশোরের বেনাপোল পুটখালী গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি ভারতীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী পশ্চিম পাড়া মাঠের মধ্যে দুইজনের একটি চোরাকারবারী দলের দেখা পেয়ে তাদের পিছু ধাওয়া করে ২১ বিওপি’র টহল দল। বিজিবি টহল দলের তাড়ায় চোরাচালানী দল পলিথিন ব্যাগে মোড়ানো একটি ভারতীয় ওয়ান শুটারগান ফেলে পার্শবর্তী জঙ্গঁলে পালিয়ে যেতে সক্ষম হয়। ফেলে যাওয়া পিস্তলটি পরবর্তীতে পিছু ধাওয়ারত বিজিবি টহল দল উদ্ধার করে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার সাংবাদিক আয়ুব হোসেন পক্ষীকে জানান, পুটখালী বিওপি’র টহল দল পুটখালী সীমান্তে টহল দেওয়ার সময় দুইজনকে দেখে সন্দেহ হলে তাদেরকে ধাওয়া করলে। তারা পালিয়ে যাওয়ার সময় হাতে থাকা পলিথিন ফেলে যায়। সেসময় টহল দল পলিথিনে মোড়ানো একটি ভারতীয় ওয়ান শুটারগান উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।

উদ্ধারকৃত ওয়ান শুটারগান বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে বলে সাংবাদিক আয়ুব হোসেন পক্ষীকে নিশ্চিত করেন।

 

নতুনসময়/আয়ুব/ইমরান