ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র ১৪৩২


পুরনো দায়িত্বেই থাকছেন প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা


১৫ জানুয়ারী ২০১৯ ০৫:৫৬

ফাইল ফটো

মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা বহাল থাকছেন। পুরনো দায়িত্বেই থাকছেন তারা। ৭ জানুয়ারি তাদের উপদেষ্টা পদে চাকুরি অবসান ও নিয়োগ করা হচ্ছে।

সোমবার (১৪ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েব সাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন আপলোড করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা পদে মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককে একই দায়িত্বে বহাল রাখা হচ্ছে। তবে একজন উপদেষ্টা এ তালিকার সঙ্গে যুক্ত হতে পারে। ওই প্রজ্ঞাপন একটু পরে হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা কাজ চালিয়ে যাচ্ছেন।

তাই তাদের একই দিনে অবসান ও নিয়োগ দেখানো হয়েছে।