ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র ১৪৩২


খুলনায় মাদক অভিযানে ব্যবসায়ীসহ গ্রেফতার অর্ধশত


১৫ জানুয়ারী ২০১৯ ০০:৩১

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ীসহ অর্ধশত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৪ জানুয়ারি) সকালে কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু এই তথ্যটি নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার ১৩ জানুয়ারি সকাল ৮টা থেকে সোমবার ১৪ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের বিশেষ অভিযানে মহানগরীর ৮ থানা এলাকায় থেকে এদের গ্রেফতার করা হয়।অভিযানে ১৭ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১১১ পিস ইয়াবা, ৭৫ গ্রাম গাঁজা, ৪ বোতল ফেনসিডিল ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।