ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র ১৪৩২


ফের সংলাপে বসবেন প্রধানমন্ত্রী


১৪ জানুয়ারী ২০১৯ ১৩:৪২

নির্বাচনের আগে যেসব দল এবং জোট সংলাপে অংশ নিয়েছে, তাদের নিয়ে ফের সংলাপে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিগগিরই এই সংলাপের জন্য দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 
 
তবে কবে নাগাদ এই সংলাপ শুরু হবে তা তিনি স্পষ্ট করেননি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলোচিত ওই সংলাপে দলগুলো ব্যাপক আগ্রহ ও সাড়া দিয়েছিল। যদিও সংলাপের ফল নিয়ে দলগুলোর ভিন্ন ভিন্ন বক্তব্য রয়েছে।
 
নির্বাচন পরবর্তী প্রেক্ষাপটে সংলাপে আগের মতো অংশগ্রহণ থাকবে কিনা তা এখনো স্পষ্ট হয়নি। আওয়ামী লীগের তরফে সংলাপের আগ্রহ প্রকাশের পর গতকাল  অবশ্য বিরোধী জোট ঐক্যফ্রন্টের নেতারা অবশ্য আরেকটি নির্বাচনের ইস্যুকে সামনে এনেছেন। এ ইস্যু ছাড়া তারা সংলাপে বসতে রাজি নন।