ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র ১৪৩২


তারেককে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু


১৪ জানুয়ারী ২০১৯ ০১:২৫

ফাইল ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রোববার দুপুর পৌনে ১টার দিকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ/সমমনা কর্মকর্তাদের একটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

 

আইনমন্ত্রী আনিসুল হক নবীন বিচারকদের উদ্দেশ্য করে বলেন, উন্নত দেশগুলোতে ৯০ ভাগ মামলাই আদালতের বাইরেই নিষ্পত্তি হয়। নতুন বিচারকরা মামলা জট কমাতে আদালতের বাইরে নিষ্পত্তির ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করবেন। ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন,শুধু তারেক রহমান নন, বিদেশে অবস্থানরত সব অপরাধীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

জামায়াতকে ঐক্যফ্রন্টে নেয়ার সিদ্ধান্ত ভুল ছিলো ড. কামালের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ড. কামাল হোসেন সকালে এক কথা বলেন, আর বিকেলে বলেন আরেক কথা। তার ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।