ঢাকা বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫, ৪ঠা পৌষ ১৪৩২


বগুড়ায় মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা ‘হত্যার পর আত্মহত্যা’


২৫ নভেম্বর ২০২৫ ১৫:১৭

সংগৃহীত

বগুড়ায় ঘর থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছেলে-মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা।

 

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) ঘটনা জানাজানির পর সকালে শাজাহানপুর উপজেলার খালিশাকান্দি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, সাদিয়ার স্বামী শাহাদাত সেনা সদস্য। তিনি ময়মনসিংহে কর্মরত। দুই দিন আগে ছুটিতে বাড়িতে আসেন তিনি। রাতে স্ত্রীর সাথে ঝগড়ার জের ধরে পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন শাহাদাত। আরেক ঘরে ঘুমিয়ে ছিলেন সাদিয়া ও দুই সন্তান সাইফ ও সাইফা।

 

পুলিশের ধারণা, ঝগড়ার জের ধরে ছেলে-মেয়েকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাদিয়া। ঘটনার বিস্তারিত কারণ নিশ্চিতে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।